Privacy Policy
Boostifull কর্তৃক পরিচালিত এই প্ল্যাটফর্মটি একটি Facebook Ads Marketing ও Facebook Promotion Service।
আমরা গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা সর্বোচ্চ গুরুত্বের সাথে রক্ষা করি।
আমরা যে তথ্য সংগ্রহ করি
সার্ভিস সঠিকভাবে প্রদান করার প্রয়োজনে নিম্নোক্ত তথ্য সংগ্রহ করা হতে পারে—
গ্রাহকের নাম, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা
Facebook Page / Post / Profile এর লিংক
পেমেন্ট সংক্রান্ত তথ্য (Transaction ID, Payment Method)
সার্ভিস সংক্রান্ত যোগাযোগ, চ্যাট ও মেসেজ হিস্ট্রি
তথ্য সংগ্রহের উদ্দেশ্য
সংগৃহীত তথ্য ব্যবহার করা হয়—
➝ Facebook Boosting ও Ads Campaign পরিচালনার জন্য
➝ Ads Setup, Monitoring ও Optimization নিশ্চিত করতে
➝ কাস্টমার সাপোর্ট ও প্রয়োজনীয় যোগাযোগের জন্য
➝ পেমেন্ট যাচাই ও হিসাব সংরক্ষণের উদ্দেশ্যে
তথ্যের নিরাপত্তা
গ্রাহকের সকল তথ্য নিরাপদভাবে সংরক্ষণ করা হয়
কোনো তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করা হয় না
আইনগত বাধ্যবাধকতা ছাড়া কোনো তথ্য প্রকাশ করা হয় না
থার্ড-পার্টি প্ল্যাটফর্ম
এই সার্ভিস Meta (Facebook) প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিচালিত হয়।
Meta কর্তৃপক্ষের নিজস্ব Privacy Policy ও নিয়ম আমাদের নিয়ন্ত্রণের বাইরে।
সম্মতি
এই সার্ভিস ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের Privacy Policy-তে সম্মতি প্রদান করেছেন বলে গণ্য হবেন।