Privacy Policy

🔐 Privacy Policy

Boostifull কর্তৃক পরিচালিত এই প্ল্যাটফর্মটি একটি Facebook Ads Marketing ও Facebook Promotion Service।
আমরা গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা সর্বোচ্চ গুরুত্বের সাথে রক্ষা করি।

📌 আমরা যে তথ্য সংগ্রহ করি

সার্ভিস সঠিকভাবে প্রদান করার প্রয়োজনে নিম্নোক্ত তথ্য সংগ্রহ করা হতে পারে—

✅ গ্রাহকের নাম, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা
✅ Facebook Page / Post / Profile এর লিংক
✅ পেমেন্ট সংক্রান্ত তথ্য (Transaction ID, Payment Method)
✅ সার্ভিস সংক্রান্ত যোগাযোগ, চ্যাট ও মেসেজ হিস্ট্রি

🎯 তথ্য সংগ্রহের উদ্দেশ্য

সংগৃহীত তথ্য ব্যবহার করা হয়—

➝ Facebook Boosting ও Ads Campaign পরিচালনার জন্য
➝ Ads Setup, Monitoring ও Optimization নিশ্চিত করতে
➝ কাস্টমার সাপোর্ট ও প্রয়োজনীয় যোগাযোগের জন্য
➝ পেমেন্ট যাচাই ও হিসাব সংরক্ষণের উদ্দেশ্যে

🔒 তথ্যের নিরাপত্তা

📌 গ্রাহকের সকল তথ্য নিরাপদভাবে সংরক্ষণ করা হয়
📌 কোনো তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করা হয় না
📌 আইনগত বাধ্যবাধকতা ছাড়া কোনো তথ্য প্রকাশ করা হয় না

🌐 থার্ড-পার্টি প্ল্যাটফর্ম

এই সার্ভিস Meta (Facebook) প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিচালিত হয়।
Meta কর্তৃপক্ষের নিজস্ব Privacy Policy ও নিয়ম আমাদের নিয়ন্ত্রণের বাইরে।

✅ সম্মতি

এই সার্ভিস ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের Privacy Policy-তে সম্মতি প্রদান করেছেন বলে গণ্য হবেন।