Payment Policy

💳 Payment Policy (Terms, Conditions & Refund Policy)

এই সার্ভিস গ্রহণের পূর্বে নিচের শর্তাবলি ভালোভাবে পড়া ও মেনে নেওয়া বাধ্যতামূলক।

📦 সার্ভিস সংক্রান্ত শর্তাবলিঃ

✅ Facebook Post Boosting, Ads Campaign ও Basic Promotion সার্ভিস প্রদান করা হয়
✅ সর্বনিম্ন বুস্ট বাজেট: ৫ ডলার।
✅ পোস্ট ও কনটেন্ট অবশ্যই Facebook Ad Policy অনুযায়ী হতে হবে।
✅ কপি কনটেন্ট, নিষিদ্ধ পণ্য, বিভ্রান্তিকর বা পলিসি-বিরোধী কনটেন্টে কাজ করা হবে না।
✅ সকল কাজ নিজস্ব Business Ad Account ব্যবহার করে করা হয়।

💰 পেমেন্ট নীতিমালা

➝ সকল সার্ভিসে অগ্রিম পেমেন্ট বাধ্যতামূলক।
➝ পেমেন্ট কনফার্ম হওয়ার পরই সার্ভিস শুরু হবে।
➝ ডলার রেট পরিবর্তনশীল; পেমেন্ট সময়কার রেটই চূড়ান্ত বলে গণ্য।

🚫 বুস্ট চলাকালীন নিয়মঃ

📌 বুস্ট চলাকালীন পোস্ট এডিট বা ডিলিট করা যাবে না।
📌 একই পোস্টে একাধিক এজেন্সি বা Ad Account ব্যবহার করা নিষিদ্ধ।
📌 গ্রাহকের নিজস্ব পরিবর্তনের কারণে কোনো সমস্যা হলে তার দায়ভার গ্রহণযোগ্য নয়।

📊 ফলাফল সংক্রান্ত ঘোষণাঃ

✔ সার্ভিসের লক্ষ্য: Reach, Engagement ও Impression বৃদ্ধি।
❌ কোনো নির্দিষ্ট Sales, Profit বা Conversion গ্যারান্টি প্রদান করা হয় না।
📉 ফলাফল সম্পূর্ণভাবে Facebook Algorithm ও Audience Behavior-এর উপর নির্ভরশীল।

⚠️ দায়বদ্ধতার সীমাবদ্ধতাঃ

🔸 Facebook বা Meta কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য Boostifull দায়ী নয়।
🔸 Page বা Post Restriction হলে কোনো রিফান্ড প্রযোজ্য নয়।
🔸 গ্রাহকের ভুল তথ্য বা Policy লঙ্ঘনের সম্পূর্ণ দায় গ্রাহকের।

🔁 Refund & Returns Policy : 

✅ ৫ ডলারের বুস্টে কোনো রিফান্ড প্রযোজ্য নয়।
✅ ব্যবহৃত ডলার কখনোই ফেরতযোগ্য নয়।
✅ অবশিষ্ট টাকার উপর ১৫% সার্ভিস চার্জ কেটে রিফান্ড প্রদান করা হবে
✅ রিফান্ড প্রসেসিং সময়: ৩–৫ ঘন্টা।